• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

যেসব জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হলো

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৪:১৫
যেসব জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হলো
ফাইল ছবি।

দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

অপসারণ করা জেলা পরিষদ চেয়ারম্যানদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এদিকে, স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি প্রজ্ঞাপনে ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত শনিবার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির অপসারণই ভুল সংশোধনের উপায়: ফরহাদ মজহার
চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহকে অপসারণ
ছাত্রদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা সেই অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজে তালা
রাষ্ট্রপতির অপসারণসহ ৩ বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সঙ্গে: হাসনাত