• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে রাজি মাদরাসার ছাত্ররা: ধর্ম উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২
মাদরাসা
সংগৃহীত

আসছে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজা। এ পূজায় মাদরাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মাদরাসার ছাত্ররা বলেছেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান ধর্মবিষয়ক উপদেষ্টা। এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

একমাস আগে যখন শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যান তখন দেশ সরকার শূন্য হয়ে পড়ে। এই সময়ে দেশের হিন্দুদের ভেতরে আতঙ্ক ঢুকিয়ে দিতে মন্দিরে হামলার গুজব ওঠে। সেই গুজবে কান না দিতে যেমন ড. ইউনূস সবাইকে আহ্বান জানিয়েছে ঠিক তেমনি মাদরাসার শিক্ষার্থীরা রাত জেগে মন্দির এবং হিন্দু অধ্যুষিত এলাকা পাহারা দিয়েছে। সেই অবস্থায়ও ভারতের কিছু গণমাধ্যম হিন্দুদের ওপর হামলার গুজব ছড়াতে ব্যাপক তৎপর ছিল। তবে কাজের কাজ কিছুই হয়নি। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকালে ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিতে সক্ষম হয়েছে।

এই সময়কালে মাদরাসার ছাত্রদের নজিরবিহীন কার্যক্রম দেশবাসীকে উৎসাহ জুগিয়েছে। দেশের মানুষের ঐক্যকে সুসংহত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারই ধারাবাহিকতায় দুর্গাপূজায়ও স্বেচ্ছাসেবকের ভূমিকায় অংশ নিতে চান মাদরাসা শিক্ষার্থীরা।

উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, বিগত দিনে দুর্গাপূজার আগে দুই থেকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই চার কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করবো।

ভারতের সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। ওপারের লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।

তিনি বলেন, আমি আপনাদের (সাংবাদিক) কাছে অনুরোধ করবো, ভবিষ্যতে যাতে এই সীমান্তে হত্যার ঘটনা না ঘটে। আপনারাও আমাকে সাহায্য-সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশজুড়ে ৩২ হাজার ৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এ ছাড়া ঢাকার দুই সিটিতে ২০৫টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে।

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখারও অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজের খরচ কমানো নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
উপদেষ্টাদের কারও সম্পদ একটুও বাড়বে না: ধর্ম উপদেষ্টা
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলের (সা.) আদর্শের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা
সময় বলে দেবে আমরা কতদিন আছি: ধর্ম উপদেষ্টা