• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

এস আলমের সব সম্পত্তি জব্দ চেয়ে আইনি নোটিশ

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬
এস আলমের সব সম্পত্তি জব্দ চেয়ে আইনি নোটিশ
ফাইল ছবি।

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের সব সম্পত্তি জব্দ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে নোটিশে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এস আলমের পরিবার ও তার অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের পাচার করা টাকা ফেরত আনতে হবে। সঙ্গে ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্যদের বিষয়ে লিগ্যাল নোটিশে তদন্ত অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

নোটিশে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বিএসইসি’র কমিশনার, বিএফআইইউ, আইজিপি, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা, (এসবি) পুলিশ সুপার ইমিগ্রেশন বিভাগ, এস আলম গ্রুপ ও এর মালিক সাইফুল আলমকে বিবাদী করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি!
২২০ কোটি টাকা তুলে নিল এস আলম
ঢাকার মীর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই চট্টগ্রামের মীর গ্রুপের
এস আলমের গাড়িকাণ্ড: বিএনপি নেতার বিদেশযাত্রায় বাধা