• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আন্দোলনের দরজা খোলা, তবে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ২০:৪২
আন্দোলনের দরজা খোলা, তবে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা
ফাইল ছবি

দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের দরজা খোলা আছে, তবে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও সৃষ্ট পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ বন্ধের অধিকার কারও নেই। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা যে কাজটা করেছেন, তা বেআইনি ও গুরুতর অন্যায়। দাবি-দাওয়া জানানোর নামে নাশকতামূলক কিছু করা হলে, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের তিনি বলেন, আন্দোলনে গোটা দেশ বিদ্যুৎহীন হওয়ার ঝুঁকি দেখেন না। এটা যাতে না হয়, তার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

একইসঙ্গে আরইবির বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে, সেগুলোর তথ্য-প্রমাণ পেলেও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেছেন, ধান কাটার মৌসুমের মতো অনেকেই এখন অনেক দাবি নিয়ে আসছে। দাবি করলেই মেনে নেওয়া হবে, এটা মনে করার কোনো কারণ নেই। আরইবি ও সমিতি আগে থেকেই আলাদা। আর চুক্তিভিত্তিক কর্মী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আছে। তবে দাবি বিবেচনায় নেওয়া হবে না, এটাও বলা হয়নি। দাবি জানাতে কোনো বাধা নেই।

উপদেষ্টা বলেন, সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপকেন্দ্র বন্ধ করে দিলেন। এটা তো বাসাবাড়ির সুইচ না যে, ইচ্ছা হলেই বন্ধ করে দেবে। আরইবির আইনে এটা জরুরি সেবা হিসেবে স্বীকৃত। তারা বলেছেন, তারা চলে যাবেন। গেলে তো তাদের শেষ যাওয়া হবে। সরকারকে অনেকে দুর্বল ভাবে। মনে করে একটা চাপ দেবে, আর সরকার দাবি মেনে নেবে।

ফাওজুল কবির খান বলেন, সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। অন্য যেকোনো সরকারের চেয়ে এ সরকার অনেক বেশি শক্তিশালী, জনসমর্থনও বেশি।

উল্লেখ্য, দুই দফা দাবিতে টানা কয়েক মাস ধরে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে গত বৃহস্পতিবার তাদের ২৪ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে আরইবি। প্রতিবাদে দেশের বেশ কিছু জেলায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন আন্দোলনকারীরা। একইসঙ্গে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আন্দোলনে যুক্ত কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে বিদ্যুৎ সরবরাহ চালু করেন আন্দোলনকারীরা।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, এই দাবির সত্যতা নিয়ে যা জানা গেল
সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় আজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ