• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক 

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক 
ছবি: আরটিভি

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক।

সোমবার (২০ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে।

ইতোমধ্যে বিভিন্ন রঙের পোশাক পরে পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেই আলোকে র‌্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। এ নিয়ে গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আরটিভি/কেএইচ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজির অভিযোগ, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
ব্যাটারি গলি থেকে সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের ছেলে গ্রেপ্তার
উল্লাপাড়ায় হাত-পা বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিক্ষা ভবনের সামনে চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের অবস্থান