ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটকের রিচার্জ সেবা

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৭:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের রিচার্জ সেবা ৬ ঘণ্টা বন্ধ থাকবে। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৪ জুন রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের সব নম্বরে কোনো ধরনের রিচার্জ করা যাবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের জন্য আরও দ্রুতগতির ও সাশ্রয়ী মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে টেলিটক তাদের প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই এই সময়সীমার মধ্যে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টেলিটক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর, যা ২০০৪ সালে যাত্রা শুরু করে। এটি মূলত, সরকারি ও শিক্ষার্থীসহ নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |