চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন শেখ হাসিনা
চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় নতুন করে সরকার গঠন করতে যাচ্ছেন তিনি।
১৯৯৬ সালের ২৩ জুন তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ ওই বছরের ১২ জুনের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এই দলটি সামনে যে সরকার গঠন করবে তাতেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে টানা তিনবার এবং চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে বাংলাদেশে কেউ চারবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি।
আরো পড়ুন :
এসজে
মন্তব্য করুন