• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

বইমেলায় গোলাম সামদানি ডনের বই

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৭

এবারের একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে সার্টিফাইড কর্পোরেট ট্রেনার গোলাম সামদানি ডনের লেখা দেশের একমাত্র দ্বিভাষী সেলফ হেল্প বই “আনলিশ ইওর ট্রু পটেনশিয়াল”। অধ্যয়ন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি অন্য সব বই থেকে ভিন্ন হবে বলা জানা গেছে।

এই বইয়ে থাকছে গেমস, অনুশীলন, বিভিন্ন ডন সামদানি ইভেন্টের ডিসকাউন্ট কুপন এবং সর্বোপরি আপনার জীবনকে গুছিয়ে নেবার একটি ম্যাপ।

বইটি লেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গোলাম সামদানি ডন বলেন, “আমাদের শিক্ষাগত বা পারিবারিক যোগ্যতা যাই থাকুক না কেন আমাদের সবার মধ্যেই থাকে অপার সম্ভাবনা। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের সেই সম্ভাবনার জায়গা কোনটি। এই বইয়ের মাধ্যমে সেইসব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা জীবনে অনেক কিছু অর্জন করতে চায়, তবে কীভাবে সেই সফলতা অর্জন করতে হয় তা জানে না।

লেখক হিসেবে ডনের অভিষেক এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে তাঁর ৬টি বই প্রকাশিত হয়। এবারের বইটি ৮ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলায় অধ্যয়ন প্রকাশনী, প্যাভিলিয়ন ১৪-তে পাওয়া যাবে।

ডি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের সেকেন্ড লেডি
জানুয়ারিতেই মিলবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির নতুন পাঠ্যবই
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা
লন্ডনে সেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত