খুলনার মেয়ে আসমার ১শ দেশ ভ্রমণের রেকর্ড
একা একা বিশ্বের একশটি দেশ ভ্রমণ শেষ করেছেন খুলনার মেয়ে কাজী আসমা আজমেরী। বারো বছর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে থাইল্যান্ড সফরে যান। তারপর ভারত ও নেপাল সফরের পর বিশ্ব ভ্রমণের ইচ্ছে হয় তার।
পরিবারের বাধা ও প্রতিবেশী-স্বজনদের টিপ্পনী তার বিশ্ব ভ্রমণের জেদটাকে আরও বাড়িয়ে দেয়।
বিশ্ব ভ্রমণের পদে পদে তাকে বাধা পেরিয়ে সামনে যেতে হয়েছে। দুই দেশে এক মাস করে জেল খাটতে হয়েছে। অবশ্য যদি তিনি বাংলাদেশি পাসপোর্টধারী না হতেন তাহলে এই জেল খাটতে হতো না।
ভিয়েতনামে প্রবেশের পর ফিরতি টিকিট দেখতে চাওয়া হয়। কিন্তু সড়ক পথে কম্বোডিয়া সফরের কথা জানালে সোজা জেলে পাঠানো হয়। পরে ২৪ ঘণ্টা পর ছেড়ে দিয়ে ভিয়েতনাম ছাড়তে বাধ্য করা হয়। আবার যখন তুরস্ক হয়ে সাইপ্রাসে ঢুকেন তখন ফিরে যাওয়ার নিশ্চয়তা চাওয়া হয়। সেখানেও একদিনের বেশি জেল খেটে সাইপ্রাস ছাড়তে হয়।
আসমাকে জেল খাটতে হতো না, যদি ইউরোপের পাসপোর্ট নেয়ার সুযোগটি গ্রহণ করতেন। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান আসমা ইউরোপের পাসপোর্ট গ্রহণ না করে বাংলাদেশের পাসপোর্ট নিয়েই বিশ্ব ভ্রমণের সিদ্ধান্ত নেন।
এসব দেশ তিনি ভ্রমণ করেছেন কখনো বাইকে, কখনো ট্রাক বা মোটরগাড়ি করে। অস্ট্রেলিয়ার একটা বড় অংশ ঘুরেছেন হিচ হাইক করে।
২০১৪ সালে ব্রাজিলে পা রেখে ৫০ দেশ ভ্রমণের রেকর্ড পূর্ণ করেন। আর গত বছরের অক্টোবরে তুর্কমেনিস্তানে পৌঁছে শত দেশ ভ্রমণের এক অনন্য রেকর্ড স্থাপন করেন।
শিগগির বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী আসমা। সেজন্য তিনি এখনও ভ্রমণ করেননি স্বপ্নের দেশ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড। বরকে সঙ্গে নিয়েই দুই দেশ ভ্রমণের ইচ্ছা তার।
এমকে
মন্তব্য করুন