রাজধানীর চকবাজারে আগুনে আহত ১১ জনকে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা হস্তান্তর করা হয়েছে। অনুদান হিসেবে প্রত্যেক রোগীর পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়।
আজ রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কনফারেন্স রুমে রোগী ও তাদের স্বজনদের হাতে এই টাকা তুলে দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন ও বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
ডা. সামন্ত লাল সেন জানান, চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের চিকিৎসা খরচ বাদে প্রধানমন্ত্রী আলাদা করে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। এই টাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দগ্ধ নয়জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তিনজনের অবস্থা উন্নতির দিকে। এদের মধ্যেও অনেকে আহত হয়েছেন। মেডিকেল বোর্ড গঠন করে আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।
গেল বুধবার (২০ ফেব্রুয়ারি) চকবাজারে আগুনে পুড়ে মারা যান ৬৭ জন। আহত হন আরও অনেক। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহেদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আরসি/এসএস