• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চকবাজারের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৭১

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৯, ১০:১২

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে জাকির হোসেন (৫২) নামে আরও একজন মারা গেছেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। জাকিরের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেনসহ এ নিয়ে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে রেজাউল ইসলাম ও গেল সোমবার রাতে মো. সোহাগ ও আনোয়ার নামে দুজন মারা গিয়েছিলেন। বর্তমানে হাসপাতালে দগ্ধ আরও দুইজন চিকিৎসাধীন আছেন।

গেল ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।

এমসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
রাজধানীতে গ‍্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৫