এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন
রাজধানীর উত্তরায় বাসার এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দগ্ধ স্বামী আলমগীর হোসেন ও স্ত্রী বিলকিস ফারজানা বেবী মারা গেছেন। তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আলমগীর হোসেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিলকিস ফারজানা বেবী উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর হোসেন ভূঁইয়া। আর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস ফারজানা বেবী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মার্চ (সোমবার) দিনগত রাতে উত্তরা ৩নং সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।
আরও পড়ুন :
- কালরাতের স্মরণে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
- জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী
এমকে
মন্তব্য করুন