ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বব্যাপী সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতায় তৃতীয় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ , ০৬:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ১০টি দেশের তালিকাটিতে ৫৬ ইতিবাচক অভিজ্ঞতা সূচক নিয়ে এই অবস্থানে আছে বাংলাদেশ

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত বার্ষিক গ্যালাপ গ্লোবাল ইমোশনস রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এই তালিকায় বাংলাদেশর সমান ইতিবাচক অভিজ্ঞতা সূচক নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে মিশর ও আফ্রিকার দেশ চাদ।

তালিকাটিতে ক্রমানুসারে বাংলাদেশের পরে অবস্থানরত দেশগুলো হলো নর্দার্ন সাইপ্রাস, নেপাল, লিথুয়ানিয়া, তুরস্ক, ইয়েমেন, বেলারুশ ও আফগানিস্তান। তাদের ইতিবাচক অভিজ্ঞতা সূচক যথাক্রমে ৫৪, ৫৩, ৫১, ৫০, ৫০, ৪৮ ও ৪৩।

বিজ্ঞাপন

এই রিপোর্ট অনুসারে, সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতায় শীর্ষ পাঁচ দেশ হলো যথাক্রমে প্যারাগুয়ে, পানাম, গুয়েতেমালা, মেক্সিকো ও এল স্যালভ্যাদোর। আর সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতায় শীর্ষ পাঁচ দেশ হলো চাদ, নাইজার, সিয়েরা লিওন, ইরাক ও ইরান।

বিশ্বের ১৪০টির বেশি দেশের প্রায় এক লাখ ৫০ হাজার মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের কাছে তাদের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতাগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়।

রিপোর্টটিতে বলা হয়েছে, বিশ্বের মানুষ আগের চেয়ে বেশি রেগে যাচ্ছে, চাপের শিকার এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। সাক্ষাৎকার নেয়ার সময় অংশগ্রহণকারীদের কাছে ঠিক আগের দিনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

কে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |