• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদ দেখতে যন্ত্র কিনছে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৯, ২৩:০৭

চাঁদ দেখতে উন্নত প্রযুক্তির যন্ত্র কিনতে যাচ্ছে সরকার। এবার শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, চাঁদ দেখা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। মন্ত্রণালয় বলেছে তারা চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কিনবে। তিনি বলেন, চাঁদ দেখার জন্য টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। এ লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্র কেনার পরিকল্পনা করেছে।

রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ