ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ , ০৯:৫৪ এএম


loading/img
ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী ।। ফাইল ছবি

রাজধানীর শ্যামলীতে একটি ভবনে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনায় শের-ই বাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী। পরে অফিসটিতে অভিযান চালায় পুলিশ। 

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে একটি ভ্যাকসিন সেন্টারে চাকরির নিয়োগ পরীক্ষার জন্য ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল বলেন, অভিযোগের পর ওই বাড়িতে অভিযানে এসেছি। তবে একজন লোক ছাড়া আর কাউকে ভবনে পাওয়া যায়নি।

তিনি জানান, মেয়েটি অভিযোগ করেছেন- সাক্ষাৎকারের সময় কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় কোনও ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। পরে ৩-৪ জন তাকে ধর্ষণ করেন। 

এছাড়া বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিকমাধ্যমে পোস্টে এ বিষয়টি প্রকাশ করেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, ধর্ষণের শিকার হওয়া তরুণী তার পরিচিত। ইন্টারভিউতে গেলে তাকে শরবতের সঙ্গে অচেতন করার ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়। পরে তাকে গণধর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |