• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কুমিল্লা আদালতে ছুরিসহ নারী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬

কুমিল্লার আদালতে প্রবেশের সময় ছুরিসহ রোজিনা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিয়ের কাবিন সংগ্রহের জন্য ওই নারী আদালতে প্রবেশের সময় পুলিশ তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ছুরিটি উদ্ধার করে।

আটককৃত ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, সম্প্রতি কুমিল্লার আদালতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আদালতে নিরাপত্তা জোরদার করেছে।

এরই অংশ হিসেবে আজ আদালতে প্রবেশকালে তল্লাশি চালিয়ে ওই নারীর ব্যাগে একটি ছুরি পেয়ে তাকে আটক করা হয়।

ওই নারী কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করার চেষ্টা করা হচ্ছে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার