• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বৈঠকে বসেছেন হাসিনা-মোদি (ভিডিও)

আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৯, ১৩:১০

নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আজ শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে মধ্যাহ্নভোজনে অংশ নেবেন।

বিকেলে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে সফরকালীন আবাসস্থল হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কার’ দেবে এশিয়াটিক সোসাইটি। ওই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়