ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিজয়া শোভাযাত্রা : বিকল্প রুটে যানবাহন চলাচলের আহ্বান

আরটিভি অনলাইন

সোমবার, ০৭ অক্টোবর ২০১৯ , ১০:৪১ এএম


loading/img
বিজয়া শোভাযাত্রা

আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) 

বিজ্ঞাপন

যানজট পরিহারের লক্ষে গাড়ি চালক/ব্যবহারকারীদের ওইদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছু সড়ক পরিহারের অনুরোধ জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন ঢাকা মহানগর পুলিশ।

বিজ্ঞাপন

সড়কগুলো হলো- ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-গোলাপ শাহ্ মাজার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-বাহাদুর শাহ্ পার্ক-পাটুয়াটুলী হয়ে ওয়াইজ ঘাট পর্যন্ত।

বিজয়া শোভাযাত্রার সময় এসব সড়ক পরিহার করে বিকল্প সড়কে যানবাহন চলাচল করাতে অনুরোধ করেছে পুলিশ। এ বিষয়ে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |