• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

কারাগারে সম্রাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৯, ১৩:০২

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ফেরত নেয়া হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে নেয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে সম্রাটকে নিয়ে কারাগারের পথে রওয়ানা হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে সম্রাটকে ছাড়পত্র দেয়া হয়েছে।


এর আগে বুকে ব্যথা অনুভব করায় ৮ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে সম্রাটকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় তাকে।

উল্লেখ্য, ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়