• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মিডওয়াইফে উন্নীতকরণের দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৯, ১৩:৪১
Family Planning Activity,
পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা মিডওয়াইফে উন্নীতকরণের দাবি জানিয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি জেবুন নাহার আকতার লিখিত বক্তব্যে বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একটি মাত্র কারিগরি পদ সংরক্ষিত যা শুধুমাত্র ১৮ মাসের ট্রেনিংপ্রাপ্ত নারীদের জন্য সংরক্ষিত। প্রধানমন্ত্রী মা ও শিশু মৃত্যু কমাতে এমডিজি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারের অংশীদার পরিবার কল্যাণ পরিদর্শিকারাও। শিশু মৃত্যুর হার কমানোর জন্য পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা মিডওয়াইফে উন্নীতকরণ জরুরি।’

তিনি পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগবিধি, নিয়মিত পদোন্নতি না হওয়া, সিলেকশনগ্রেড না হওয়াসহ দাবিগুলো পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোর্স করে পরিপূর্ণ ডিপ্লোমা মিডওয়াইফ হিসেবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কাউন্সিল কর্তৃক নিবন্ধন করারও দাবি জানান তিনি।

পরিবার কল্যাণ পরিদর্শিকারা বর্তমানে তৃতীয় শ্রেণিভুক্ত উল্লেখ করে জেবুন নাহার বলেন, এই পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার আহ্বান জানাচ্ছি। যা ডিপ্লোমা মিডওয়াইফ পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলা অথবা ইংরেজি যে ভাষাতেই হোক প্রশিক্ষণের মাধ্যমে ডিপ্লোমা মিডওয়াইফে পরিণত করে দক্ষতা উন্নয়ন করার আবেদন এবং এই প্রশিক্ষণের যৌক্তিকতা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করার দাবি জানাচ্ছি। উপরোক্ত কোর্স চালু করার মাধ্যমে উন্নত মানের সেবা পূরণ করা সম্ভব হবে।

জেবুন নাহার অভিযোগ করে বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের এই অপ্রাপ্তি ও হতাশাকে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর ধান্ধাবাজ। তারা সমিতির সদস্যদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের চাকরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া এবং দাবি আদায় করে দেওয়ার কথা বলে দেশব্যাপী চাঁদাবাজি করে বেড়াচ্ছে ওই চক্রটি। যা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয় কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি সমিতির পক্ষ থেকে সরকার ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব ধান্দাবাজদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। পাশাপাশি সারাদেশের পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানান।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক মাহবুবাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়