• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৯, ০৯:৫৩
একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু আজ
একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু আজ

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া চারটায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে এটি হবে সংক্ষিপ্ত অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন ৫ থেকে ৭ কার্যদিবস পর্যন্ত চলতে পারে।

আজ বিকাল সোয়া তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যকাল এবং কার্যক্রম নির্ধারণ করা হবে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে গত ১২ সেপ্টেম্বর শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন।

এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল ৫ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়।

সূত্র: বাসস

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে: ড. বদিউল আলম
আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ধর্ম উপদেষ্টা
সংসদ থেকে উধাও প্রায় কোটি টাকা
২০২৪ সালে বিতর্কিত নির্বাচন হয়েছে: সিইসি