• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

দেশের অর্থনীতির জন্য বিমা গুরুত্বপূর্ণ : মোরশেদ আলম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৯, ২১:৩৮

দেশের অর্থনীতিতে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর সরকার এই খাত থেকে বিপুল পরিমাণ ভ্যাট পায়, দেশের অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। বললেন, ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স’র চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স’র প্রধান কার্যালয়ে বৃহত্তর ঢাকা ও কুমিল্লা এরিয়ার অক্টোবর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতার বিজয়ী বীমা কর্মীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের।

এছাড়া উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ কাজিম উদ্দিন, এসইভি খুরশীদ আলম পাটোয়ারী ও ইভিপি বাহার উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে ঢাকা ও কুমিল্লা এরিয়ার এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

জিএ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৪০ বছরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ৭০ লাখ গ্রাহক একীভূত হয়েছেন’
কুয়াকাটায় ন্যাশনাল লাইফের বীমা দাবির চেক বিতরণ
১৫ বছরে রিজার্ভ থেকে উধাও ২৪ বিলিয়ন ডলার: গভর্নর
বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ