ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মোবাইল ফোন অপারেটরদের ভিডিও কন্টেন্ট সম্প্রচার না করার নির্দেশ

আরটিভি অনলাইন

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ , ১০:১৯ পিএম


loading/img

মোবাইল ফোন অপারেটরদের কোনও ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করে সম্প্রচার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে তথ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

গেল ৩ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। 

তথ্য মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরগণ নেটওয়ার্ক পরিচালনার পাশাপাশি বিভিন্ন ভিডিও কন্টেন্ট আপলোড করে সম্প্রচার করছে। এর মাধ্যমে অনেক সময় নানা রকম উদ্দেশ্য প্রণোদিত, অমূলক, অসত্য তথ্য দ্বারা জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যেকোনো মাধ্যমে সম্প্রচার বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভূক্ত।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় মোবাইল ফোন অপারেটরদের কোনও ধরণের ভিডিও কন্টেন্ট সম্প্রচার না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |