ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লিখতে প্রধানমন্ত্রীর আহ্বান (ভিডিও)
ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লেখার বিষয় বিবেচনার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচারবিভাগীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় বিচারকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণ এবং সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচার কাজ পরিচালনা করবেন। সকলে যেন বিচার পায় সে ব্যবস্থা করবেন।
তিনি বলেন, নুসরাত হত্যাসহ সম্প্রতি বেশ কিছু চাঞ্চল্যকর হত্যার বিচার দ্রুত হয়ায় বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক গুণ বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে জাতিকে একটি সংবিধান দিয়েছেন। সে সংবিধানে মানুষের বিচার পাওয়ার অধিকারের কথা বলা আছে। বঙ্গবন্ধু সংবিধানে মানুষের মৌলিক অধিকার এবং আইনের কথা স্পষ্ট করে বলে গেছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। একের কাজে অন্যের হস্তক্ষেপ শান্তি ও ন্যায়বিচার বাধাগ্রস্ত করে।
প্রধানমন্ত্রী জানান, আসামি আনা-নেয়ায় ঝুঁকি কমাতে ভার্চুয়াল কোর্ট স্থাপনের চিন্তা রয়েছে সরকারের।
এসজে
মন্তব্য করুন