ঢাকায় আসছেন হর্ষবর্ধন শ্রিংলা
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তার ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।
এই সফরের মাধ্যমে পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম ঢাকা সফরে আসছেন দেশের কূটনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করে গেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যু গুরুত্ব পাবে বা উন্নয়ন ঘটবে সেই বিষয়েও প্রাথমিক কিছু কাজ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। ২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। গতবছর ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়ার পর ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে একই পদে ছিলেন বিজয় গোখালে।
পি
মন্তব্য করুন