ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কারাগারে ‘মাদক সম্রাট’ আমিন হুদার মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৬ মার্চ ২০২০ , ০৬:২৫ পিএম


loading/img
আমিন হুদা ।। ছবি: সংগৃহীত

মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত ইয়াবা সম্রাট আমিন হুদা কারাগারে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শুক্রবার দুপুর (৬ মার্চ) ১টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, সাজা হওয়ার পর আমিন হুদা কারাগারে ছিলেন ছয় বছর ধরে। এর মধ্যে প্রায় দুই বছর কাটন হাসপাতালের কেবিনে।

বিজ্ঞাপন

২০০৭ সালের ২৪ অক্টোবর মাদকসহ গ্রেপ্তার হন আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসান। এরপর গুলশানে তার একটি ফ্ল্যাট থেকে ইয়াবা তৈরির সরঞ্জাম, উপাদানসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। দুই মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আদালতের রায়ে আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হকের বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |