ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

জয়বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৭ মার্চ ২০২০ , ০৮:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

'জয় বাংলা কনসার্ট'-এর ষষ্ট আসর চলছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, তার স্মরণে আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। এবার মুজিববর্ষে এই আয়োজনে প্রথম এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে চলছে এই কনসার্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এবার কনসার্টে আনা হয়েছে ভিন্ন মাত্রা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এর আগে দুপুর থেকে শুরু হয় কনসার্ট।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। পরিবারের সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বিকেল থেকে আছেন কনসার্টস্থলে।

দুপুরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জয়বাংলা কনসার্ট। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল ইনট্রোয়েট, অ্যাডভার্ব, সিন, এফ মাইনর, মিনার রহমান, অ্যাভয়েড রাফা, শূন্য।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |