• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

জোড়া লাগানো হয়েছে উইলস লিটলের সেই শিক্ষকের হাত 

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০২০, ০৮:২৪
জোড়া লাগানো হয়েছে উইলস লিটলের সেই শিক্ষকের হাত 
ছবি: সংগৃহীত

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের (৪৮) বিচ্ছিন্ন হওয়া হাতটি জোড়া লাগানো হয়েছে।

সোমবার রাতে (১০ মার্চ) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের পরিচালক মো. আবুল কালাম জানান, সৈয়দা ফাহিমা বেগমের পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়েছে। তার বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো হয়েছে এবং শিরা-উপশিরা সংযোগ করা হয়েছে। তবে চার-পাঁচ দিন না গেলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

উল্লেখ্য, গোপালগঞ্জে দুর্ঘটনায় সৈয়দা ফাহিমা বেগমের (৪৮) হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই তাকে গোপালগঞ্জ থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দুর্ঘটনায় শিক্ষক ফাহিমা বেগমের বাম হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটিসহ তাকে এখানে আনা হয়েছে। তার অপর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তার হাতটি জোড়া লাগানোর পর তার অন্যান্য ইনজুরির জন্য চিকিৎসা চলবে।

আহতর স্বামী পুলিশের সিনিয়র এএসপি (এসবি) সৈয়দ শফিকুল ইসলাম জানান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাহিমা বেগম। কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষাসফরে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ফাহিমার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
শ্রীপুরে বাসের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রাক্তন স্বামী নিহত