• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সংসদের বিশেষ অধিবেশন বসছে ২২ মার্চ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০২০, ২০:০৬
Prime Minister Sheikh Hasina Rtv Dhaka

আগামী ২২ মার্চ (রোববার) সংসদের বিশেষ অধিবেশন বসছে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রওশন এরশাদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন প্রমুখ।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশেষ অধিবেশনটি ওইদিন বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ। দ্বিতীয় দিন ২৩ মার্চ সকাল দশটায় অধিবেশন বসবে।

২২ মার্চ সকাল সাড়ে ৯টায় সংসদ সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

বৈঠকে জানানো হয, অধিবেশনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে প্রস্তাব (সাধারণ) ১৪৭ এর আওতায় আনা করা হবে। সংসদ সদস্যরা এ বিধির ওপর আলোচনা করবেন। ২৩ মার্চ প্রস্তাবটি সংসদে গৃহীত হবে।

জাতীয় সংসদের সচিব ড. জাফর আহমদ খান কার্যপত্রটি উপস্থাপন করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনটি গত ৩ মার্চ আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে: ড. বদিউল আলম
আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪