ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কবরীর 'স্মৃতিটুকু থাক'

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ , ১১:০৫ এএম


loading/img

ঢাকাই ছবির মিষ্টি মেয়ে খ্যাত কবরী। এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। বইমেলায় তার লেখা  'স্মৃতিটুকু থাক' নামের একটি বই প্রকাশিত হয়েছে।  

বিজ্ঞাপন

এ ব্যাপারে কবরী বলেন, আমার কিছু অজানা কথা আপনাদের জানানো প্রয়োজন বলে আমি মনে করেছি।

ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে কবরীর। সেলুলয়েড ছাড়াও তার রাজনীতি জীবনের স্মৃতিও ঠাঁই পেয়েছে বইটিতে।  

বিজ্ঞাপন

'স্মৃতিটুকু থাক' বইটি প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড- বিপিএল।

নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, অনির্বাণ, দীপ নেভে নাই'সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র 'আয়না' মুক্তি পায়। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

এইচএম

বিজ্ঞাপন
Advertisement

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |