ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

চলে গেলেন সিনিয়র সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২০ , ১০:১৩ পিএম


loading/img
একেএম রাশীদ উন নবী বাবু

সিনিয়র সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবু মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

রোববার আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এর মধ্যে শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি।

গেলো ২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

সিনিয়র এই সাংবাদিক দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এসজে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |