ঢাকায় ভারতীয় নারী জঙ্গী গ্রেফতার
রাজধানীর সদরঘাট এলাকা থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। তিনি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির অন্যতম সদস্য।
শুক্রবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম (২৫) ধর্মান্তরিত মুসলিম। আগে তাঁর নাম ছিল প্রজ্ঞা দেবনাথ।
ওমান প্রবাসী বাংলাদেশী নাগরিক আমির হোসেন সাদ্দামকে মুঠোফোনে বিয়ের পর বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আয়েশা গেলো বছরের অক্টোবরে চলে আসেন।
সম্প্রতি বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য একটি ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন। ওই জন্মনিবন্ধন কার্ড দিয়ে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন।
কাউন্টার টেররিজমের কর্মকর্তারা বলছেন, আয়েশা দাওয়াতী কার্যক্রম এবং সদস্য সংগ্রহের কাজ করছিলেন। এ কাজে অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করতেন আয়েশা। সদস্যদের জন্য টাকা সংগ্রহ ও বিতরণের কাজও করেছেন।
সিটিটিসি কর্মকর্তা ইমরান হোসেন বলেছেন, আয়েশার কাছ থেকে তাঁরা বেশকিছু কাগজপত্র পেয়েছেন। ওই কাগজপত্রগুলো যাচাই বাছাই এর জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তাঁদের।
এসজে
মন্তব্য করুন