ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ডা. খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ , ০৬:৪৪ পিএম


loading/img
ডা. খুরশীদ আলম। ফাইল ছবি।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই)  এই নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আলোচনা ও সমালোচনার মুখে গত মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তার পদত্যাগপত্র গৃহীত হয়। তাই আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

ডা. মো. আবুল কালাম আজাদের পদত্যাগের পর নতুন স্বাস্থ্য ডিজি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলে। তালিকায় উঠে আসে একাধিক নাম। অবশেষে নিয়োগ পেলেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।  

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |