ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

চুড়িহাট্টার ঘটনায় হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ , ০৯:১৪ পিএম


loading/img
‘ঐক্যবদ্ধ সকল সামাজিক সংগঠন’ এর ব্যানারে সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের স্বজনরা। 

বিজ্ঞাপন

সেই সঙ্গে পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদামগুলো সরিয়ে নিরাপদ স্থানে নেয়ারও দাবি জানান তারা। 
ওয়াহেদ ম্যানশনের সামনে শুক্রবার পাঁচটি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ সকল সামাজিক সংগঠন’ এর ব্যানারে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

গত বছরের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টায় আগুনে ঘটনাস্থলে ৬৭ জন মারা যায়। পরে আহতদের মধ্যে থেকে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

সংগঠনটির আহ্বায়ক ও নিহত দুজনের স্বজন এম এ রহিম বলেন, চুড়িহাট্টা ট্রাজেডির এক বছর অতিবাহিত হয়ে গেল অথচ নিহত, আহত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিভাবে আছে খোঁজ নেয়ার লোক পাইনি; পাইনি কোনো সরকারি সহযোগিতা। কিন্তু অসহায় পরিবারগুলো দিন দিন ভিটা-বাড়ি বিক্রি করে নিঃস্ব। 

এসময় আর্থিকসহ অন্যান্য সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান তিনি।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |