• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি বাবুবাজারে গ্রেপ্তার  

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১৪:৩৭
hospital,
ফাইল ছবি

রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন কয়েদিকে পুরান ঢাকার বাবুবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট)দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ভোররাত সাড়ে চারটার দিকে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান ২৮ বছর বয়সী ওই কয়েদি। তার নাম মিন্টু মিয়া।

তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় করা একটি মাদকদ্রব্য আইনে করায় গ্রেপ্তার ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা পরেই তিনি পালিয়ে যান।

কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করছি।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়