ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

মিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আরটিভি নিউজ

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ , ১০:১৮ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিপি খাতুন (৩৩)। ঘটনার পর থেকে নিহতের স্বামী রিকশাচালক আফজালকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৮ এপ্রিল) ভোরে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা।

তিনি জানান, রোববার (১৭ এপ্রিল) দিনগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তর পীরেরবাগের একটি টিনশেড বাড়ি থেকে গৃহবধূ লিপির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিপির বাড়ি পাবনা আতাইকুলা উপজেলায়। রিকশাচালক আফজাল লিপির দ্বিতীয় স্বামী। তাদের ৬ বছরের একটি সন্তানও আছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহের গলায় দাগ দেখা গেছে। এটি হত্যাকাণ্ড কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |