ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কক্সবাজারের অনলাইন ক্যাসিনোর হোতা মোস্তফা আটক

কক্সবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ , ০৯:৫২ পিএম


loading/img

কক্সবাজারের অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট জুয়ার হোতা মোস্তফাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কক্সবাজার শহরের ৬নং এলাকা থেকে তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ক্যাসিনো ও জুয়ায় মোহাম্মদ মোস্তফার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্রিকেট জুয়ার সাথে জড়িত। এমনকি তিনি এসব জুয়ার কক্সবাজার ভিত্তিক বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এই জন্য তাকে কক্সবাজারের অনলাইন ক্যাসিনোর মূল হোতা বলা হয়। এই জুয়ার মাধ্যমে মোস্তফা অনেক টাকাও হাতিয়ে নিয়েছে। সম্প্রতি সারাদেশে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু হলে সতর্ক হয়ে ওঠে মোস্তফা ও তার সিন্ডিকেট।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘মোস্তফাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়। নানাভাবে তার ক্যাসিনো ব্যবসা ও ক্যাসিনো সিন্ডিকেটের উপরও নজরদারি জোরদার করা হয়। এর ভিত্তিতে মোস্তফাকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিলো মোস্তফা পালানোর চেষ্টা করছিল।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |