• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

দুদকের গাড়িতেও রুট পারমিটের দালালির প্রস্তাব, আটক ১

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ নভেম্বর ২০১৯, ২০:১৬
দুদকের গাড়ির রুট পারমিটের দালালির প্রস্তাব করে একজন আটক

দুদকের অভিযান টিমের গাড়িতে রুট পারমিট করে দিতে দালালির প্রস্তাব করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার বিআরটিএ মিরপুরের প্রধান কার্যালয়ে বাসের রুট পারমিট নবায়নে অনিয়মের অভিযান চালানোর সময় তাকে আটক করা হয়।

দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে দুদক টিম বিআরটিএ অফিসে একজন বহিরাগতকে অফিসের সিল ব্যবহার ও প্রাপ্তিস্বীকার করে রুট পারমিট গ্রহণের সময় আটক করে।

ওই ব্যক্তি দুদক টিমের গাড়িতে রুট পারমিট বৃদ্ধি করে দেয়ার জন্য দালালি করতে আগ্রহ প্রকাশ করে।

পরে দুদক টিম তাকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় দাপ্তরিক সিল ব্যবহারের সুযোগ করে দেয়ার জন্য বিআরটিএ ঢাকা বিভাগের একজন উচ্চমান সহকারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বিআরটিএ কর্তৃপক্ষ।

আরো পড়ুন

এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা
জি কে শামীমের জামিন বাতিল
দলীয়-আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নতুন দুদক গঠনের আহ্বান টিআইবির
পদত্যাগ করলেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার