ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ , ০৫:০৬ পিএম


loading/img

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে সোমবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আজ উত্তরার ১, ৩ , ৫, ৬, ৭, ৯, ১৩, ও ১৫ নম্বর সেক্টরে ইতোপূর্বে উচ্ছেদকৃত স্থান পরিদর্শন শেষে নতুন করে স্থাপিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |