ডিএনসিসি কাউন্সিলর রাজীবের গাড়ি জব্দ
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের একটি গাড়ি জব্দ করেছে। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে একটি গাড়ির গ্যারেজ থেকে রাজীবের গাড়িটি জব্দ করা হয়।
তার মালিকানাধীন আরও দুটি গাড়ি নজরদারিতে রাখার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে। রাজীবের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তের অংশ হিসেবে দুদক এ পদক্ষেপ নিয়েছে।
---------------------------------------------------------------
আরো পড়ুন: অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত
---------------------------------------------------------------
দুদক সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে একটি গাড়ির গ্যারেজ থেকে রাজীবের গাড়িটি জব্দ করে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। নীল রঙয়ের ওই গাড়িটি সেবা অটোমোবাইল নামের একটি গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি জব্দ করে দুদক।
পি
মন্তব্য করুন