• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০২০, ০৯:১৭

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় হওয়া মামলা তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (উত্তর বিভাগ) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানান।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এই মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (উত্তর বিভাগ) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এর আগে রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। পরে রাত ১০টার দিকে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে ওসিসিতে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়