ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো সাহেদকে (ভিডিও)

আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২০ , ০৯:২৫ এএম


loading/img
ছবি-সংগৃহীত

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হলো। বুধবার সকাল নয়টার পর তেজগাওয়ের পুরাতন বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারটি।

বিজ্ঞাপন

এদিন ভোর সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ধরা পড়েন সাহেদ। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থেকে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নেয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে জিজ্ঞাসবাদ শেষে বুধবারই তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হতে পারে।

বিজ্ঞাপন

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, জেলার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাঁখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে ভোর সোয়া ৫টার দিকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। সেখান দিয়ে নদী পেরিয়ে সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। 

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |