ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শেরে বাংলা নগর থানার এসআই

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ , ০৭:৪১ পিএম


loading/img

তরুণীকে ধর্ষণের অভিযোগে খায়রুল আলম (৩২) নামে শেরেবাংলা নগর থানার এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পর খায়রুলকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর খায়রুলকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ১ মাস আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করতে যান ২০ বছর বয়সী ওই তরুণী। সেখানে এসআই খায়রুলের সঙ্গে পরিচয় হয় তার।

তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করার কথা বলতেন। গত সোমবার সকালে অফিসে যাওয়ার সময় রাজধানীর পান্থপথে তরুণীর সাথে দেখা হয় খায়রুলের।

বিজ্ঞাপন

‘বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার’কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান।

তরুণীর অভিযোগ, সেই বাসায় নিয়ে ধর্ষণ করা হয় তাকে। পরে তাকে মটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দেন খায়রুল।

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |