• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ (রোববার) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কমিশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০১৮ সালের ১৬ অক্টোবর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। শুনানি শেষে রুল জারি করেন আদালত।

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪