ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ওসি মোয়াজ্জেমের মামলা ৪০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৩ নভেম্বর ২০১৯ , ১২:৪১ পিএম


loading/img
ওসি মোয়াজ্জেমের মামলা ৪০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ।। ফাইল ছবি

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেননি হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ৪০ কার্যদিবসে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের কারণে ৪০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে ওসি মোয়াজ্জেমের জামিন বিবেচনা করতে বলা হয়েছে।

আজ রোববার (৩ নভেম্বর) ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে মোয়াজ্জেমের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও রানা কাওসার। নুসরাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নুসরাতকে ‘অসম্মানজনক’ কথা বলায় ও তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় গেল ১৫ এপ্রিল মামলা করা হয়। 

সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে এ মামলা করেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |