• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সব শিল্প কারখানা-গার্মেন্টসগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫
সব শিল্প কারখানা-গার্মেন্টসগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

দুই মাসের মধ‌্যে দেশের সব শিল্প কারখানা ও গার্মেন্টসগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশ পালন করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ‌্যাডভোকেট ইশরাত হাসান। তিনি জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর শিশু কক্ষ সংক্রান্ত ৯৪ (৭) ধারায় বলা হয়েছে, ব্রেস্ট ফিডিংয়ের কক্ষে যথেষ্ট আসবাবপত্র থাকবে। বিশেষ করে প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকবে। প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান করাবেন বা পরিচর্যা করবেন তখন তার ব্যবহারের জন্য একটি চেয়ার বা এই প্রকারের কোনও আসন থাকতে হবে। তুলনামূলকভাবে বড় শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনা থাকবে।

তিনি আরও জানান, ২০০৬ সালে এ আইন করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমাদের আবেদনের প্রেক্ষিতে গার্মেন্টসসহ দেশের সকল কল কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে তুরস্কের প্রতি ড. ইউনূসের আহ্বান 
ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলের রায় বহাল
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট
লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, শিল্প কারখানার উৎপাদন ব্যাহত