• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জীবনযাত্রা স্বাভাবিক হলেই ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত: রেলমন্ত্রী

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৪:৪৯
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। তবে করোনা পরিস্থিতির উন্নতি ও জীবনযাত্রা স্বাভাবিক হলে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। এমনটা জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার (৩১ আগস্ট) রেল ভবনে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই হয়।

নূরুল ইসলাম সুজন বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসতে পারবে কৃষক।

তিনি বলেন, এর ফলে কৃষকরা লাভবান হবেন। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলেও জানান রেলমন্ত্রী।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়