গণভবন-সংসদের লুটের মালপত্র ফিরিয়ে দিচ্ছেন অনেকেই
ছাত্র-জনতার অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবর ছড়িয়ে পড়লে উল্লসিত বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাসভবন গণভবন এবং জাতীয় সংসদে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান। কেউ কেউ আবার সেসব ছবি ও ভিডিও ফেসবুকেও শেয়ার করেছেন। এমন ঘটনায় দেশজুড়ে বেশ সমালোচনা শুরু হয়। পরে বিবেকের তাড়নায় অনেকেই সেই মালামাল ফিরিয়ে দিচ্ছেন।
জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী লুট হওয়া জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন। একজনের হাতে প্ল্যাকার্ডে লেখা এখানে গণভবন ও সংসদ ভবনের জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে।
স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা জানান, লুট হওয়া বেশ কিছু সামগ্রী লোকজন ফেরত দিয়ে গেছেন। আমাদের বিভিন্ন টিম কাজ করছে। তারাও বিভিন্ন জায়গায় থেকে মালামাল ফেরত আনার চেষ্টা করছেন।
এদিকে, গণভবন ও সংসদ ভবন দেখতে মঙ্গলবারের মতো উৎসুক মানুষের ভিড় আজ (বুধবার) তেমন একটা দেখা যায়নি। যারা এসেছেন তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। এসব স্থাপনার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা। তাদের সহযোগিতায় রয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়।
বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে, যারা বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন