ইসি যা করছে তা কাম্য নয়: বদিউল আলম

আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৫:৩৮ পিএম


ইসি যা করছে এটি কাম্য না: বদিউল আলম
ছবি: সংগৃহীত

নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তিসহ বেশি কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দাবি, ডিসেম্বরে নির্বাচন করতে হলে, জুন-জুলাইয়ে সব কাজ শেষ করতে হবে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, সংস্কার প্রক্রিয়ার মধ্যে এসব উদ্যোগ কাম্য নয়। কারণ এটার একটা সংস্কার প্রক্রিয়া চলছে। এটি নিয়ে তাদের সরকারের সাথে আলাপ-আলোচনা করা দরকার ছিল বলে মনে করি।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা না করে, সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা উদ্যোগ সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটি নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একটু অপেক্ষা করলে আমার মনে হয় ভালোই হতো।

ইসি বলছে, সরকার আভাস না দিলেও ডিসেম্বরে নির্বাচন ধরে কাজ এগিয়ে রাখছে কমিশন। তবে ভিন্ন মত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের।

আরও পড়ুন

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এই ব্যাপারটাতে সরকার বা সংস্কার কমিশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা মনে করি সরকারও প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনও নির্বাচন কমিশনের মতো তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, এ বিষয়ে বেশিদূর যাওয়ার আগে তারা (নির্বাচন কমিশন) যেন সরকারের সঙ্গে আলাপ করে। আলাপ করে এ ব্যাপারে সরকারের মতামত নিয়ে যেন তারা অগ্রসর হয়।

এদিকে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীন রাখতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারাদেশে নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে আন্দোলনরত কর্মকর্তারা নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন। এ সময় নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার এনআইডি কার্যক্রমের সমস্যা তুলে ধরেন।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission