বাংলাদেশে ইন্টারনেট সেবায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। ঈদের পর অর্থাৎ আগামী ৯ এপ্রিল থেকে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার (২৩ মার্চ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে ৫০টি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারীর পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আগামী ৯ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই দিনই স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
আশিক মাহমুদ বলেন, ৯ তারিখে থেকে সম্মেলনের সবগুলো ইভেন্টে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হবে। ৯০ দিন পর ইন্টারনেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
তিনি বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ আরও ১০ গুণ বাড়াতে এই আয়োজন। বিনিয়োগকারীদের চিন্তা দীর্ঘমেয়াদী। ফলে দ্রুতই বিনিয়োগ বাড়ানো কঠিন। তবে, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে একটা পরিবর্তন আসবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চীনে যাবেন। সেখানে দেশটির অন্তত ২০০ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হবে। এতেও বিনিয়োগে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ-টি